
সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ চলতি এইচএসসি পরীক্ষার্থী আলমগীর শিকদার (১৭) নামের এক ছাত্রকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।গত শনিবার রাতে উপজেলার দারিপাকা এলাকা থেকে তাকে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করা হয়।
আলমগীর দারিপাকা পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। রোববার সকালে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, বিশ পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।