শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

আতংকের আরেক নাম টাংগাইলের দেলদুয়ারের মাদক সম্রাজ্ঞী মর্জিনা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৩ এপ্রিল ২০১৮ - ০৪:৫২:১১ পিএম

টাংগাইলের দেলদুয়ার উপজেলার দশকিয়া গ্রামের মর্জিনা বেগম যিনি সকলের কাছে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।তার নামে বহু ধরনের মাকদ সংশ্লিষ্ট অসংখ্য মামলা রয়েছে,বহুবার পুলিশের হাতে ধরা পড়েও ছাড়া পেয়ে আবারো সে শুরু করে তার ব্যবসা। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী।বিগত কিছুদিন পূর্বে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চেতনা নিউজ.ডট কম তাকে নিয়ে একটি প্রতিবেদন করে তারপরও থামেনি তার অপরাধের ধারাপাত।এখনও বেশ স্বাচ্ছন্দ্যেই চলছে মাদক নিয়ে তার সব অপরাধের খেলা।মাদক সেবন,মাদক বিক্রি মাদক পাচার সহ সেই মাদকদ্রব্য দিয়ে আবার নিরীহ মানুষকে ফাঁদে ফেলা সহ বহুমাত্রিক অপরাধের সাথে সে জড়িত।এলাকার বহু সংখ্যক যুবক কিংবা অপ্রাপ্ত বয়স্করাও তার কাছে জিম্মি।তার কাছ থেকে মাদক ক্রয়ে সে বাধ্য করে,ক্রয় না করলে তাদের অভিনব কৌশলে মাদক সেবী কিংবা বিক্রেতা হিসেবে পুলিশের কাছে উপস্থাপন করে ফাঁদে ফেলে এই মর্জিনা।এছাড়া যেকোন পন্থায় তার মাদক ব্যবসা চালিয়ে যেতে সে অপরাধের বিভিন্ন ধরনের পথ অনুসরন করে।তার দাপটে হতবাক সুশিল সমাজ,কিন্ত তারা নিরুপায়।তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নিয়ে রিপোর্ট করতে গেলে সে সংবাদকর্মীদের উপর চড়াও হয়ে উঠেন,নানা ধরনের হুমকি দেয়।তার এ কর্মকান্ডের ফলে এলাকায় মাদক সেবীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।ফলে সামাজিক অবক্ষয় সহ গ্রামে নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। চুরি-ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে।তার এ অত্যাচার থেকে গ্রামবাসী মুক্তি চায়।এ বিষয়ে গ্রামবাসী সহ ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন,এ ব্যাপারে তদন্ত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: