শিরোনাম
নিম্ন মানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ Headline Bullet       রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাসাইল  প্রশাসনের লিফলেট বিতরণ Headline Bullet       দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মির্জাপুরে প্রশাসনের বাজার মনিটরিং Headline Bullet       মির্জাপুর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ Headline Bullet       বাসাইলে চাষিদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ Headline Bullet       রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের লিফলেট বিতরন Headline Bullet       নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর Headline Bullet       সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল Headline Bullet       টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে Headline Bullet       টাঙ্গাইলে এসপি’র কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেলো সুবিধাবঞ্চিত শিশুরা Headline Bullet      

আতংকের আরেক নাম টাংগাইলের দেলদুয়ারের মাদক সম্রাজ্ঞী মর্জিনা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৩ এপ্রিল ২০১৮ - ০৪:৫২:১১ পিএম

টাংগাইলের দেলদুয়ার উপজেলার দশকিয়া গ্রামের মর্জিনা বেগম যিনি সকলের কাছে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।তার নামে বহু ধরনের মাকদ সংশ্লিষ্ট অসংখ্য মামলা রয়েছে,বহুবার পুলিশের হাতে ধরা পড়েও ছাড়া পেয়ে আবারো সে শুরু করে তার ব্যবসা। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী।বিগত কিছুদিন পূর্বে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চেতনা নিউজ.ডট কম তাকে নিয়ে একটি প্রতিবেদন করে তারপরও থামেনি তার অপরাধের ধারাপাত।এখনও বেশ স্বাচ্ছন্দ্যেই চলছে মাদক নিয়ে তার সব অপরাধের খেলা।মাদক সেবন,মাদক বিক্রি মাদক পাচার সহ সেই মাদকদ্রব্য দিয়ে আবার নিরীহ মানুষকে ফাঁদে ফেলা সহ বহুমাত্রিক অপরাধের সাথে সে জড়িত।এলাকার বহু সংখ্যক যুবক কিংবা অপ্রাপ্ত বয়স্করাও তার কাছে জিম্মি।তার কাছ থেকে মাদক ক্রয়ে সে বাধ্য করে,ক্রয় না করলে তাদের অভিনব কৌশলে মাদক সেবী কিংবা বিক্রেতা হিসেবে পুলিশের কাছে উপস্থাপন করে ফাঁদে ফেলে এই মর্জিনা।এছাড়া যেকোন পন্থায় তার মাদক ব্যবসা চালিয়ে যেতে সে অপরাধের বিভিন্ন ধরনের পথ অনুসরন করে।তার দাপটে হতবাক সুশিল সমাজ,কিন্ত তারা নিরুপায়।তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নিয়ে রিপোর্ট করতে গেলে সে সংবাদকর্মীদের উপর চড়াও হয়ে উঠেন,নানা ধরনের হুমকি দেয়।তার এ কর্মকান্ডের ফলে এলাকায় মাদক সেবীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।ফলে সামাজিক অবক্ষয় সহ গ্রামে নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। চুরি-ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে।তার এ অত্যাচার থেকে গ্রামবাসী মুক্তি চায়।এ বিষয়ে গ্রামবাসী সহ ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন,এ ব্যাপারে তদন্ত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: