শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

টাঙ্গাইলের দেলদুয়ারে শ্লীলতাহানি চেষ্টায় বাধা দেয়ায় বাবাকে পিটিয়েছে বখাটেরা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০১ এপ্রিল ২০১৮ - ০৩:৩৯:১০ পিএম

চেতনা নিউজ ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের লালহাড়া গ্রামের ১০ম ছাত্রী শারমিন আক্তার (১৭)র শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেয়ায় বাবা আজম খাঁন (৫০)কে পিটিয়েছে একই গ্রামের বখাটে ৫ যুবক। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত আজম খাঁন এখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বখাটেদের হামলার শিকার আজম খাঁন জানান, কিছুদিন আগে আমার ছেলের একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায় ওই বখাটে যুবকরা। এ কারণে আমি দেলদুয়ার থানায় একটা জিডি (সাধারণ ডায়েরী) করে রাখি। এর প্রতিশোধ নিতে শুক্রবার সকালে আমার মেয়ে নাল্লাপাড়া বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারের শ্লীলতাহানির চেষ্টা চালায় আশরাফ নামের এক যুবক। এ সময় শারমিনের ডাক চিৎকারে আমি এগিয়ে গেলে ওই বখাটে যুবকদের দলনেতা আশরাফ দৌড়ে পালিয়ে যায়। আমি শ্লীলতাহানির ঘটনায় জড়িত আশরাফের বাবা-মায়ের কাছে এর বিচার দাবি করি। এ কারণে সকাল সাড়ে ১১টার দিকে বাজার থেকে ফেরার পথে রাস্তার মধ্যে ওই ৫ যুবক রড, সিএনজির চেইন ও স্প্রিং নিয়ে আমাকে ঘেরাও করে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের লালহাড়া গ্রামের আজমত আলীর ছেলে আশরাফ (২৭),তার ভাই আবু বকর (২০),হযরত আলীর ছেলে আল-আমীন (২২),ময়নাল মিয়ার ছেলে রাব্বি (১৭), সাহেব আলীর ছেলে রবিন (১৭) এলোপাথারি মারধর করে।

এ ঘটনায় নির্যাতিতা ছাত্রীর ভাই রাকিবুল খাঁন বাদী হয়ে শুক্রবার রাতে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম ১০ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি ও বাবা আজম খানকে পিটিয়ে আহত করা অভিযোগে পেয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। সত্যতা প্রমান হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: