টাঙ্গাইলের কালিহাতীতে ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
(২৬ মার্চ) সোমবার কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোর ৬:২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
ভোর ৬:৩১ মিনিটে কালিহাতী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো, সকল সরকারি, আধা সরকারি,স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,স্কাউট সদস্যদের সমাবেশ ও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ /মৃত মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সন্মানি প্রদান এবং কুচকাওয়াজ /শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বিনা টিকিটে উপজেলার সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, শহীদদের আত্মার মাগফেরাত, শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলা সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরন, হা-ডু-ডু প্রতিযোগিতা ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের রশি টানাটানি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামান্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।