শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

পুলিশী বাঁধায় টাঙ্গাইল জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২০ মার্চ ২০১৮ - ০৪:০৬:৫৫ পিএম

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয় হইতে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাঁধা প্রদান করেন। পুলিশী বাঁধার  মুখে সেখানেই সমাবেশ  করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বক্তারা বলেন, আপিল বিভাগে বেগম জিয়ার জামিন স্থগিত করা অতীতের সকল রেকর্ড ভেগে দিয়েছে. তিনি সাংবিধানিক ভাবে জনগনের শেষ আশ্রয়স্থল টুকু ধ্বংস করে দেয়ার সমালোচনা করেন। খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে নির্বাচনের যে চিন্তা সরকার করছে তা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না তিনি অবিলম্বে দেশনেত্রীর মুক্তি দাবী করেন এবং উপস্থিত নেতাকর্মীদের শান্তিপুর্ন সকল আন্দোলনে সক্রিয় থাকার আহবান জানান। এ সময় জেলা বিএনপি সহ সভাপতি সাদেকুল আলম খোকা. আতাউর রহমান জিন্নাহ. মাহমুদুল হক সানু. জিয়াউল হক শাহীন. যুগ্ম সম্পাদক আবুল কাসেম. আনিসুর রহমান.মেহেদি আলিম. সাংগঠনিক হামিদ তালুকদার. আশরাফ পাহেলী.শফিকুর রহমান শফিক. প্রচার সম্পাদক ও শ্রমিক দল নেতা এ কে এম মনিরুল হক. দপ্তর মির্জা শাহীন. পৌর বিএনপি সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন. জেলা মহিলা দল সভানেত্রী নিলুফার ইয়াসমিন. সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিম. ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল. সাধারণ সম্পাদক নুরুল ইসলাম. যুবদল নেতা টিটন খান. মাসুদ তালুকদার. তাতী দলের সভাপতি শাহ আলম. সাধারণ সম্পাদক হাবিবুর রহমান. সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ রউফ. জাসাসের যুগ্ম আহবায়ক বাবু পাভেল সহ বিএনপি. যুবদল. ছাত্রদল. শ্রমিক দল. মহিলা দল. সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: