
থানা হাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় দ্বন্দ্বের জের ধরে দুই বছর আগে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামের নুরু মৃধার ছেলে কবির মৃধার দু’চোখ উপরে ফেলে প্রভাবশালীরা। ওই ঘটনায় কালকিনি থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুমন বেপারীসহ বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে একটি মামলা হয়।থানা হাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় বাশঁগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামের নুরু মৃধা রবিবার দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।সেই মামলা নিষ্পত্তি করতে আপোস মীমাংমার প্রস্তাব দেয়া হয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় মামলা তুলে নিতে সে ও তার ভাই ইউপি সদস্য খবির মৃধাসহ ৯ জনকে কালকিনি থানায় আটক করে নির্যাতন চালান কালকিনি থানার ওসি কৃপা সিন্দু কবির মৃধা।এই ঘটনার বিচার দাবি করে চিফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করলে বিচারক মো. জাকির হোসেন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য সময় ধার্য করেন।মামলার অন্য আসামিরা হলেন কালকিনি থানা ওসি (তদন্ত) হারুন অর রশিদ, খাসেরহাট তদন্ত কেন্দ্রের ওসি মহিদুল ইসলাম, এসআই বিল্লাল হোসেন শিকদার, এএসআই রাজিবুল ইসলাম।এছাড়াও বিবাদী করা হয়েছে আউলিয়ারচর গ্রামের রশিদ মুন্সি, ইউপি চেয়ারম্যান সুমন বেপারী, রাজন বেপারী। মামলা পরিচালনা করেন অ্যাডভেঅকেট ওবায়দুর রহমান খান কালু।