শিরোনাম
নিম্ন মানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ Headline Bullet       রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাসাইল  প্রশাসনের লিফলেট বিতরণ Headline Bullet       দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মির্জাপুরে প্রশাসনের বাজার মনিটরিং Headline Bullet       মির্জাপুর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ Headline Bullet       বাসাইলে চাষিদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ Headline Bullet       রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের লিফলেট বিতরন Headline Bullet       নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর Headline Bullet       সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল Headline Bullet       টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে Headline Bullet       টাঙ্গাইলে এসপি’র কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেলো সুবিধাবঞ্চিত শিশুরা Headline Bullet      

টাঙ্গাইলে ৯ হাজার পিস ইয়াবা সহ দু’ব্যবসায়ী গ্রেপ্তার, ট্রাক আটক।

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৩ মার্চ ২০১৮ - ১১:৪২:৪৯ পিএম

টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে ৯ হাজার ৩২০পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল ফোন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার(২ মার্চ) বিকালে র‌্যাব-১২’র সিপিসি-৩ এর টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব ওই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার যশোইল গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. সাদ্দাম হোসেন(৩১)। তিনি বর্তমানে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ছোটবন গ্রামের বাসিন্দা। আপরজন হচ্ছেন, রাজশাহী জেলার মোহনপুর থানার নওনগর গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. বাবুল হোসেন(৩০)। তিনি বর্তমানে একই জেলার রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের বসিন্দা।

শনিবার(৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সিপিসি-৩ কোম্পানীর একটি চৌকশ দল টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে রূপালী ফ্লাওয়ার মিলের সামনে মহাসড়কে অভিযান চালায়। অভিযানকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢাকা মেট্রো-ট-২০-৮২৭৩ ট্রাকে তল্লাসী চালিয়ে ৯ হাজার ৩২০পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার এবং সাদ্দাম ও বাবুলকে গ্রেপ্তার করে। এ সময় র‌্যাব গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে।

র‌্যাব কমান্ডার আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকেন। গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: