
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের সয়া চাকতা গ্রামের অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকাল দশটায় বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে কৃষকদের নিয়ে কৃষক ও বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনির বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহিন,উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হাসান, বিটিভির কৃষক ও বিনোদন অনুষ্ঠানের প্রযোজক নাসের মাহমুদ, উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রফিক রাজ।বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি ও লোকজ খেলাধোলা কৃষকদের মাঝে ফিরিয়ে আনতে, বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানটি সারাদেশ ব্যাপি আয়োজন করে আসছে, তারই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানে কৃষকদের নিয়ে গ্রামীন ঐতিহ্যের হারিয়ে যাওয়া খেলা,লাঠি বারি, কুস্তি,হাডুডুখেলা,পাতিল ভাঙ্গা, গ্রামীণ নৃত্য, কানামাছি,ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। খেলাতে অংশগ্রহন করতে পেরে এলাকার কৃষকদের মনে আনন্দের জোয়ার বশে।উক্ত অনুষ্ঠানে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এক মিলন মেলার সমাবেশ ঘটে।স্থানীয় এলাকাবাসী জানান,এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করলে কৃষকদের মাঝে আনন্দ ফিরে আসবে এই আয়োজনের জন্য বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানান।