শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষায় প্রিয়নবীর ঘোষণা

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৪ ফেব্রুয়ারী ২০১৮ - ১২:০৪:৪২ এএম

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বংশগোত্রের লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হুকুম পালন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে ঘোষণা দিয়েছেন।

তারা যেন আল্লাহর বিধানের যথাযথ বাস্তবায়ন করে। আত্মীয়তার সম্পর্ক আদায় করে।

যদি আল্লাহর বিধান মতো নিজেদের পরিচালিত না করে, সে ব্যাপারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছুই করার থাকবে না।

যদি সে হয় প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হাদিসে পাকে প্রিয়নবি বলেন-

হরজত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যখন (এই) আয়াত নাজিল হয়, ‘তোমরা নিকটাত্মীয়দেরকে সতর্ক কর।’ (সুরা : আয়াত ২১৪) তখন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহ্বান করলেন, ‘হে বনি কা’ব ইবনে লুই! নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। হে আবদে মান্নাফ গোত্রীয় লোকজন! নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত কর। হে হাশেম বংশীয়রা! নিজেদেরকে আগুন থেকে রক্ষা কর। হে আব্দুল মুত্তালিবের বংশের লোকজন! নিজেদেরকে আগুন থেকে রক্ষা কর। হে মুহাম্মদ তনয়া ফাতেমা! নিজেকে আগুন থেকে রক্ষা কর। নতুবা আমি তোমাকে আল্লাহর কোপানল থেকে রক্ষা করতে পারব না। আমার করার কিছুই থাকবে না। কেবল তোমরা যে আমার রক্তের বন্ধবে বাঁধা; এই যা আমি আমার রক্তের হক আদায় করব। (আদাবুল মুফরাদ)

উল্লেখিত হাদিসে প্রিয়নবি মর্যাদা সম্পন্ন সম্প্রদায়ের সবার উদ্দেশ্যে জাহান্নামের আগুণের ভয়ের সতর্কতা জানিয়েছেন। যাতে করে তারা আল্লাহকে ভয় করে।

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়েও যেন তাদের মাঝে এ ভয় কাজ করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আত্মীয়-স্বজনের যথাযথ হক আদায় করার তাওফিক দান করুন। আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করার তাওফিক দান করুন।

জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: